<p>আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী দেশের দক্ষিণ-পশ্চিমাচঞ্চলের ২১ জেলার মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট প্রস্তুতসহ বিকল ফেরিগুলোর মেরামত করে ঈদে যাত্রীদের যাত্রা নিবিঘ্নে করতে এক সাথে কাজ করছে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টরা।</p> <p>ঘাট সূত্রে জানা গেছে, নৌ রুটে ছোট-বড় ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ দিয়ে এবার যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। ইতিমধ্যে বিআইডাব্লিউটিসির প্রকৌশলী বিভাগ পাটুরিয়া মধুমতী ভাসমান কারখানায় ফেরির মেরামতে কাজে ব্যস্ত সময় পার করছে। এদিকে যাত্রীসাধারণের নিরাপত্তায় ঘাট এবং মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে।</p> <p>সরেজমিনে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে অনেকটা চাপ কমে গেছে একসময়ের দেশের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে। তবে ঈদ এলে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে অনেকটা। এ কারণে ঘাট কর্তৃপক্ষ ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিকল ফেরিগুলোর মেরামত এবং বর্ষা মৌসুম আসায় পানি বৃদ্ধির সাথে সাথে উভয় পাড়ের ঘাটগুলোর পন্টুন উঁচুসহ ঘাট মেরামতের কাজ চলছে পুরোদমে। এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ১২টি রো রো, দুটি ইউটিলিটি একটি মাঝারি এবং তিনটি কে-টাইপের ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারপার করা হবে। এ ছাড়া ২০টি লঞ্চ চলাচল করবে।</p> <p>অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌ রুটে পাঁচটি রো রো ফেরি এবং ১৩টি লঞ্চ ঈদ উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে বহরে থাকা ফেরিগুলোর ছোটখাটো মেরামতের কাজ নিয়ে রাত-দিন ব্যস্ত সময় পার করছে বিআইডাব্লিউটিসির ভাসমান কারখানার নির্বাহী প্রকৌশলী বিভাগ।</p> <p>বিআইডাব্লিউটিসির, প্রকৌশলী বিভাগ বলছে, নৌ রুটে চলাচলকারী ফেরিগুলোর সাময়িক মেরামতের কাজ চলছে। ফেরিগুলো ওই সময় কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হবে। এ ছাড়া  ঘাট এলাকা এবং মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিপুলসংখ্যক পুলিশ কাজ করবে।</p> <p>বিআইডাব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ কালের কণ্ঠকে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পারের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। নৌ রুটে বহরে থাকা ফেরিগুলোর টুকটাক সমস্যা মেরামত করা হচ্ছে। তবে এবার বর্ষা মৌসুম হওয়ায় নদীতে পানি বৃদ্ধির কারণে পারাপারে সময় কিছুটা বেশি লাগবে। তবে নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের আগে তেমন কোনো সমস্যা হবে না।</p> <p>বিআইডাব্লিউটিসির সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ফেরিগুলোর বড় ধরনের কোনো ত্রুটি নেই। ফেরিগুলোর ছোটখাটো সমস্যাগুলো পাটুরিয়া ভাসমান মধুমতী কারখানায় এনে মেরামতের কাজ চলছে। আশা করি ঈদে কোনো ধরনের সমস্যা হবে না। সমস্যা হলে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।</p> <p>শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, ঘাটে যাত্রীরা অসুস্থ হয়ে গেলে আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক মেডিক্যাল টিম থাকবে। এ ছাড়া মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি না করতে পারে তার জন্য মোবাইল কোর্ট ঘাটে এবং মহাসড়কে থাকবে।</p> <p>শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নিবিঘ্নে পারাপারে জন্য ঘাট ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।</p>