<p style="text-align: justify;">কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় মো. ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা। </p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছলে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা মো. ইসলাম ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। </p> <p style="text-align: justify;">পরে খবর পেয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p>