<p>সিলেটে বন্যাকবলিত এলাকার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগ। দুর্গত এলাকায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ মে) নেতাকর্মীরা খাদ্যসামগ্রী বিতরণ করেন।</p> <p>এদিন জেলার গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের  নেতাকর্মীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে ছাত্রলীগের নেতাকর্মীরা পিঠে করে খাবার বয়ে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল শুকনা খাবার, চিড়া, মুড়ি, রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানি। </p> <p>এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে ছাত্রলীগ। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।’</p>