<p>জামালপুরের দেওয়ানগঞ্জে মাত্র ৫০০ টাকার জন্য মুজাহিদ নামে পাঁচ বছর বয়সী এক মাদরাসার ছাত্রকে ব্রহ্মপুত্র নদে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি শামীম হোসেনকে (১৭) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।</p> <p>আজ রবিবার (১২ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজের দায় স্বীকার করেছে।</p> <p>পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাত্র ৫০০ টাকার লোভে উপজেলার সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া গ্রামের বাবুল আক্তারের হাফেজিয়া মাদরাসা পড়ুয়া শিশু শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান মুজাহিদকে দোকান থেকে ফুঁসলিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায়। এরপর ৫০০ টাকা নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে ফেলে দেয়। মুজাহিদ নদে পড়ে বাঁচার জন্য আকুতি জানালে সে আবারও তাকে ধাক্কা মেরে নদের পানিতে ফেলে দেয়। তখন থেকে নিখোঁজ শিশুর সন্ধান এখনো মেলেনি। মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয়রা কাজ করছেন।</p> <p>দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস কালের কণ্ঠকে জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি শামিম হোসেন নিজের দোষ স্বীকার করেছে। শামীম নিজ হাত দিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। জীবন বাঁচানোর আকুতি তাকে টলাতে পারিনি। নিখোঁজ শিশুর বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করে আজ তাকে কোর্টে প্রেরণ করেছি।</p> <p>গত ১০ মে (শুক্রবার) দুপুরে উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় মায়ের ট্রাংক থেকে ৫০০ টাকা নিয়ে দোকানে কিছু কিনতে গিয়ে পার্শ্ববর্তী শামীম হোসেনের কুদৃষ্টির শিকার হয় এবং তাকে ফুঁসলিয়ে নদের পাড়ে নিয়ে গিয়ে সেই টাকা ছিনিয়ে নেয়। টাকার বিষয়টি শিশু মোজাহিদ তার মাকে বলে দেওয়ার ভয় দেখালে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে নদের পানিতে ফেলে দেয়। তখন থেকে অদ্যাবধি শিশুটি নিখোঁজ রয়েছে।</p>