<p>হবিগঞ্জের পাঁচটি চা বাগানের কর্মচারীরা সাত মাসের বকেয়া বেতন ও গ্রান্টেড বোনাস পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৭ মে) দুপুরে চুনারুঘাটের দেউন্দি চা বাগানে এ কর্মসূচি পালিত হয়। </p> <p>স্টাফ ও কর্মচারীদের দেড় কোটি টাকার বকেয়া পরিশোধের দাবিতে তারা এর আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেও কোনো প্রতিকার পাননি। তাই মঙ্গলবার বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের আঞ্চলিক সভাপতি ডা. সুনীল বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জাকারিয়া আহমেদ।</p> <p>বক্তারা বলেন, দেউন্দি, রঘুনন্দন, গেলানীয়ার পাঁচটি চা বাগানের শ্রমিকদের সাত মাসের বেতন-ভাতা, গ্র্যাচুইটিসহ নানা পাওনা বকেয়া রয়েছে। ফলে স্টাফরা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে এবং দোকান বাকি পরিশোধ করতে পারছেন না। অসুস্থ হলে ওষুধপত্র কিনতে পারছেন না। এভাবে চলতে থাকলে না খেয়ে মারা যাবেন কর্মচারীরা। আগামী রবিবার জেলা প্রশাসকের কাছে আবারও স্মারকলিপি দেওয়া হবে।</p> <p>বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, চা বাগানগুলোতে বিদ্যমান সমস্যা নিষ্পত্তিতে মালিকপক্ষের সাথে বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক ও ইউএনওর মিটিংয়ে মালিকপক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ। বাগান কর্তৃপক্ষ কর্তৃক মজুরি আটকে রাখার ফলে স্বল্প আয়ের এই চা শ্রমিকদের বিকল্প কোনো উপায় না থাকায় আন্দোলনের পথেই নামতে হচ্ছে।</p>