<p style="text-align: justify;">টঙ্গীতে রাবেয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে টঙ্গীর পাগার এলাকার তাহারুল সাহের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। </p> <p style="text-align: justify;">রাবেয়া বরিশালের মেহেন্দীগঞ্জ থানার বায়েরচর গ্রামের আলম মৃধার মেয়ে। স্বামী রাকিবের সঙ্গে তাহারুল সাহের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। </p> <p style="text-align: justify;">রাবেয়ার পরিবারের বরাতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী জানান, স্বামী রাকিবের সঙ্গে সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায় মনোমালিন্য হতো। এর জেরে তার স্বামী রাকিব সকালে কাজে চলে গেলে সে বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দে। </p> <p style="text-align: justify;">তিনি আরো জানান, রাবেয়ার স্বামী দুপুরে খাবার খেতে বাসায় এসে দেখেন বাসার দরজা-জানালা বন্ধ। পরে তিনি বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সারা না পেয়ে রুমের জানালার ফাঁক দিয়ে রাবেয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলতে দেখে ডাক চিৎকার শুরু করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।</p> <p style="text-align: justify;">টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  </p>