<p style="text-align: justify;">ময়মনসিংহের গফরগাঁওয়ে নয়ন মিয়া (৩০) নামের এক যুবককে রাতের অন্ধকারে কুপিয়ে গুরুতর আহত করে অজ্ঞাত লোকজন। আজ শুক্রবার ভোরে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত নয়ন উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের শহর আলীর ছেলে। গতকল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় উপজেলার গণ্ডগ্রাম-হাটুরিয়ার মধ্যবর্তী গাবতলী পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের শহর আলীর ছেলে নয়ন মিয়া। এলাকায় উশৃঙ্খল হিসেবে পরিচিত ছিল সে। তার বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগেও নয়ন একই গ্রামের জনৈক লতিফ পেশকারের তিনটি পুকুরের মাছ ধরে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণ্ডগ্রাম-হাটুরিয়ার মধ্যবর্তী গাবতলী পেট্রোল পাম্প এলাকায় একদল লোক নয়নের ওপর হামলা করে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার ভোরে মারা যায় সে।</p> <p style="text-align: justify;">রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, ঘটনা শুনেছি। তবে কারা কী জন্য কুপিয়েছে সে ব্যাপারে আমি কিছু জানি না।</p> <p style="text-align: justify;">গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত নয়নের বিরুদ্ধে আমার থানায় একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলা রয়েছে।</p>