<p>নওগাঁ-২ আসনের নির্বাচনে ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারেন, সেই পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, ‘আরবি হরফ আলিফ-এর মতো সোজা হয়ে ভোট নিতে হবে। কোনোভাবে ডান-বাঁয়ে যাওয়ার সুযোগ নেই। কেউ এ ব্যত্যয় ঘটালে তার দায় তাকে বহন করতে হবে।’</p> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলার সভাপতিত্বে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>ইসি সচিব বলেন, ‘১২ ফেব্রুয়ারি দেশবাসী নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে বাতিল ভোটের ফলাফলের দিকে চেয়ে রয়েছে। গত ৭ জানুয়ারির নির্বাচনের থেকে আরো সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।’</p> <p>ভোটের দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তাব্যবস্থা থাকবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আরবি হরফ আলিফ-এর মতো সোজা হয়ে ভোট নিতে হবে।’</p> <p>তিনি বলেন, ‘মনে রাখতে হবে, গত ৭ জানুয়ারির নির্বাচন যেমন দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছে। তার চেয়ে আরো ভালো নির্বাচন জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার রয়েছে নির্বাচন কমিশনের। কাউকে ছাড় দেওয়া হবে না।’ </p> <p>জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ৫৩টি ভোটকেন্দ্রের ৫৩ জন প্রিজাইডিং অফিসার ও ৩০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্সে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুজ্জামান প্রমুখ।</p> <p>উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ইন্তেকাল করায় ভোটগ্রহণ বাতিল করা হয়। পরবর্তী সময়ে নতুন করে তফসিল ঘোষণা করা হয়। এবার নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী সাবেক হুইপ অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ড. ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম ও স্বতন্ত্র প্রাথী (ঈগল মার্কা) মেহেদী মাহমুদ রেজা। </p> <p>ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মোট ভোটারসংখ্যা তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন ও নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৫৫৯ জন। দুই উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৬টি।</p>