<p>হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সিসিটিভির আওতায় আনবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেন, ‘আমি সকাল বেলা ঢাকা বসে দেখব, চুনারুঘাটের মানুষ হাসপাতাল থেকে কেমন সেবা নিচ্ছেন।’ </p> <p>আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এসব কথা বলেন। </p> <p>ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘আমি শুনেছি, এ হাসপাতালের অনেকেই নাকি ডায়গনস্টিক সেন্টারের ব্যবসার অংশীদার। আমি বলতে চাই, আগামী পাঁচ বছর আপনাদের পার্টনারশিপ ছেড়ে দিতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার সময় ফিঙ্গার পদ্ধতিকে কার্যকর করতে হবে। চিকিৎসক ও নার্স কেউ দায়িত্ব অবহেলা করতে পারবেন না।’</p> <p>চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ড. মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। </p>