<p>তখন দুপুর ১টা ৫৭ মিনিট। হঠাৎ এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে মুলার ছবি এলো। প্রেরককে ফোন করতেই জানালেন বাজারের সবচেয়ে বড় মুলা এটি। আগ্রহ নিয়ে ছুটে যাওয়া সেই প্রেরকের বাড়িতে। গিয়েই চোখ ছানাবড়া! মুলার উচ্চতা আড়াই ফুট। ওজন আড়াই কেজির একটু বেশি। মুলাটির ব্যস তিন থেকে চার ইঞ্চির কম হবে না। </p> <figure class="image"><img alt="1" height="889" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/Dev 2/327431349_3936447336582196_7707551180523407536_n.jpg" width="400" /> <figcaption><sub><em>আড়াই ফুট উচ্চতার সেই মুলা</em></sub></figcaption> </figure> <p>মুলাটি কিনে আনেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা মো. ইয়াছিন চৌধুরী। শনিবার দুপুরে তিনি সড়ক বাজারের সবজি ব্যবসায়ী বাবলু সাহা থেকে মুলাটি কেনেন। আড়াই কেজির এ মুলাটি তিনি প্রতি কেজি ৩৫ টাকা দরে ৯০ টাকায় কেনেন। তিনি এত বড় মুলা দেখে রীতিমতো অবাক হয়েছেন। বাসায় আনার পর পরিবারের অন্য সদস্যরাও অবাক হন। এর আগে কখনো এত বড় মুলা দেখেননি তাঁরা।</p> <p>সবজি ব্যবসায়ী বাবলু সাহা জানান, তাহের মিয়া নামের একজন আড়তদারে কাছ থেকে বেশ কয়েকটি বড় মুলা আনেন তিনি। এর মধ্যে বেশির ভাগই দেড়-দুই কেজি ওজনের। সবচেয়ে বড় মুলাটি ছিল আড়াই কেজিরও বেশি। এত বড় মুলা দেখে অনেকেই তাঁর দোকানে আসেন ও খোঁজ নেন কোথা থেকে আনা। মূলত নরসিংদী জেলা থেকে এসব মুলা আসে বলে জানান তিনি।</p>