<p>নাটোরের বড়াইগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলার কারণে মৃত্যু হয়েছে এক গৃহবধূর, এমনটাই অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন গৃহবধূ মালেকা বেগম (৪০)। নিহত মালেকা ওই এলাকার দিদারুল আলমের স্ত্রী। </p> <p>নিহতের স্বামী দিদারুল জানান, তাঁর বাড়ির পাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালের মালিকাধীন মার্কেট রয়েছে। সে মার্কেটের পেছনে থাকা মিটার এক মাস আগে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোকজন। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন থাকা বৈদ্যুতিক তারের অগ্রভাগটি খোলা ছিল। সকাল ১১টার দিকে মোটর থেকে পানি নিয়ে ফেরার সময় পা পিছলে গেলে দেয়ালে থাকা তারে হাত পড়ে এবং এতে স্পৃষ্ট হয়ে মালেকা বেগম মারা যান।</p> <p>এ ব্যাপারে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর তারের অগ্রভাগটি নিরাপদে রাখার ব্যবস্থা করলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটত না।</p> <p>নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার জানান, মিটার সংযোগ বিচ্ছিন্ন করার পর সংশ্লিষ্ট বৈদ্যুতিক তার খুঁটির গোড়া থেকে বিচ্ছিন্ন করা হয়। যত দূর জানি, সাইড কানেকশনের লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ নেওয়া হয়েছিল এবং সেখান থেকে ওই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন।</p>