<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর পক্ষে ঈগল প্রতীকের নির্বাচন করতে আমেরিকা থেকে ছুটে এসেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের স্ত্রী শাম্মী আক্তার। ছেলে-মেয়েদের বাসায় ফেলে হবিগঞ্জ-৪ আসনের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ঈগল প্রতীক নিয়ে। </p> <p>হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকায় মহিলা চা শ্রমিকদের সমর্থন পেতে তিনি রাত দিন পরিশ্রম করছেন চা বাগানে। </p> <p>চান্দপুর চা বাগানের নারী শ্রমিক বিমলা তাঁতি বলেন, ব্যারিস্টার সুমনের স্ত্রীকে কাছে পেয়ে আমরা খুব কুশি। আমরা সুমনকেই ভোট দেব। </p> <p>শাম্মী আক্তার বলেন, চা শ্রমিকরা খুবই অবহেলিত। আমি আমার স্বামীর পাশাপাশি শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। অল্প দিনেই আমি তাদের ভালোবাসায় অভিভূত। সহজ-সরল মানুষগুলো আমাকে আপন করে নিয়েছে। আমি তাদের জন্য কিছু করতে চাই। সুমন এমপি হলে আমি তাকে বলব শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে কাজ করার জন্য। তাদের দুঃখ-কষ্টে সব সময় কাছে থাকার জন্য। </p>