<p>ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত প্রতিটি জনসভা ও পথসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নানা বয়সী নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। এতে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলের জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ।</p> <p>আজ শনিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সানদিয়াইন ও পাইথল ইউনিয়নের গয়েশপুর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী দুটি জনসভা অনুষ্ঠিত হয়। দুটি নির্বাচনী জনসভাতেই প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল।</p> <p>এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।</p> <p>সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, নির্বাচনী জনসভাগুলোতে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে গফরগাঁওয়ের মানুষ শান্তিতে থাকতে চান। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে চান। মানুষ জামায়াত-বিএনপির জ্বালাও-পোড়াও-নাশকতার রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আওয়ামী লীগের উন্নয়ন সরকারকে আবারও ক্ষমতায় বসাতে চান। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা দলে দলে কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন।</p>