<p>সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধুর প্রবাসী বড় ভাইয়ের টাকার লোভে এক বন্ধুকে অপহরণ করার অভিযোগ উঠেছে চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত মো. রিপনকে (২০) উদ্ধার করেছে পুলিশ। </p> <p>উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় রিপনের বন্ধু সৈকত শেখকে (২০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।</p> <p>রিপন উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে। সৈকত একই এলাকার মৃত মান্নান শেখের ছেলে।</p> <p>পুলিশ জানিয়েছে, রিপনের বড় ভাই নাসির কয়েকদিন আগে ইতালি থেকে ফিরেছেন। তাঁর কাছ থেকে টাকা আদায় করতে রিপনকে অপহরণের পরিকল্পনা করেন চার বন্ধু। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈকত বন্ধু রিপনকে ফোন দিয়ে বড়পাঙ্গাসী স্কুল মাঠে নিয়ে যায়। এরপর রিপনের মোবাইল দিয়ে তাঁর বাড়ি কল দিয়ে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে রিপনের লাশও খুঁজে পাবে না বলে হুমকি দেওয়া দেয় তারা।</p> <p>পরদিন শুক্রবার সকালে রিপনের বাবা থানায় লিখিত অভিযোগ করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাত ১০টার দিকে সৈকতকে আটক করা হয়। সৈকতের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল হালিমের পরিত্যক্ত বাড়ির পাশ থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় রিপনকে উদ্ধার করে পুলিশ।</p> <p>ওসি বলেন, শনিবার বিকেলে সৈকতকে সিরাজগঞ্জের একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন আদালত। </p> <p>ওসি আরো বলেন, ঘটনার সাথে রিপনের আরো তিন বন্ধু জড়িত আছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।</p>