<p>সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশিসহ ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ভিকটিমদের মধ্যে রয়েছে ২১ জন রোহিঙ্গা ও ৩ জন বাংলাদেশি।</p> <p>টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানান, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য গতকাল রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে গোপন আস্তানায় একটি বাড়িতে কিছু লোক অবস্থান করার খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়।</p> <p>তিনি আরো জানান, টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ২৪ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে আটক করে। আটক মালয়েশিয়াগামী ভিকটিমদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।</p>