<p style="text-align: justify;">মাহী বি. চৌধুরীর পর মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম সারোয়ার কবীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়পত্র বৈধ ঘোষণা করেছে বলে নিশ্চিত করেছেন গোলাম সারোয়ার কবীর। </p> <p style="text-align: justify;">এর আগে যাচাই-বাছাইয়ে এক ভাগ সমর্থনকারী ভোটারের সমর্থনে গরমিল থাকার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কবীরের মনোনয়নপত্র বাতিল করে দেন।</p> <p style="text-align: justify;">এ আসনে এবার ভোটের লড়াইয়ে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, তৃণমূল বিএনপির অন্তরা সেলিনা হুদা ও বিকল্প ধারার মাহী বি. চৌধুরী। ঋণ জটিতলার কারণে মাহী বি. চৌধুরীর মনোনয়নপত্র বালিত হলে তিনি তা আপিল করেন। নির্বাচন কমিশন গতকাল রবিবার তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।</p> <p style="text-align: justify;">গোলাম সারোয়ার কবীর বলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের দোয়ায় আমি নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে আমার মনোনয়নপত্র ফিরে পেয়েছি। আমি নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞ। আমি তাদের কাছে ন্যায়বিচার পেয়েছি।</p> <p style="text-align: justify;">গোলাম সারোয়ার কবীর আরো বলেন, নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। এই স্বচ্ছ ভোটে ভোটাররা তাদের ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে দীর্ঘ দিনের আশা পূরণ করবে। এবারের ভোটে কোনো প্রকার কারচুপির সুযোগ থাকছে না। তাই নির্বাচন শতভাগ স্বচ্ছ হবে। ভোটের এই লড়াইয়ে ভোটাররাও তাদের মূল্যবান ভোট দিতে কেন্দ্র চলে আসবেন বলে আমার বিশ্বাস। </p>