<p>আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে (মেহেন্দিগঞ্জ-হিজলা) শেষ সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করে বৃহস্পতিবার অনলাইনে জমা দিয়েছেন। </p> <p>বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, ‘বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ থেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছি।’</p> <p>বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছ দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে। তিনিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।</p>