kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

শপথ নিলেন বোয়ালমারী-আলফাডাঙ্গার তের চেয়ারম্যান

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

২৫ জানুয়ারি, ২০২২ ২২:৩১ | পড়া যাবে ২ মিনিটেশপথ নিলেন বোয়ালমারী-আলফাডাঙ্গার তের চেয়ারম্যান

ফরিদপুরের বোয়ালমারী দশটি ও আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি তারেক হাসান, ডিডিএলজি মো. আসলাম মোল্যা, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক প্রমুখ।

বোয়ালমারী উপজেলার শপথ গ্রহণ করা চেয়ারম্যানগণ হলেন কামাল আহমদে (শেখর), মো. মোশাররফ হোসেন (দাদপুর), মো. রাফিউল আলম মিন্টু (সাতৈর), মো. আব্দুল হক শেখ (বোয়ালমারী সদর), মো. রফিকুল ইসলাম (চতুল), মোহাম্মদ ইমরান হোসেন নবাব (ঘোষপুর), আ. মান্নান মাতুব্বর (পরমেশ্বরদী), আব্দুল হক মৃধা (ময়না), অ্যাড. সিরাজুল ইসলাম (গুনবহা), মিজানুর রহমান মোল্যা (রূপাপাত)।

বিজ্ঞাপন

একই সাথে আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মাষ্টার (টগরবন্দ), এসএম মিজানুর রহমান (পাচুড়িয়া), শরীফ হারুন অর রশিদ (বানা)।

প্রসঙ্গত, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ ইউনিয়ন ও আলফাডাঙ্গার তিনটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।সাতদিনের সেরা