kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

দূরপাল্লার বাস আটকে দেওয়ায় সড়ক অবরোধ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

৯ মে, ২০২১ ১৫:৩৪ | পড়া যাবে ১ মিনিটেদূরপাল্লার বাস আটকে দেওয়ায় সড়ক অবরোধ

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করায় বগুড়া শাজাহানপুরে দ্বিতীয় বাইপাস সড়কে প্রায় অর্ধশত বাস আটকে দেয় পুলিশ। এঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়।

জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা থেকে যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলে যাতায়াত করছে। রবিবার সকালে শাজাহানপুরের বেতগাড়ি দ্বিতীয় বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে অর্ধশতাধিক দূরপাল্লার ফিরতি বাস আটক করে পুলিশ। প্রতিবাদে ওই সমস্ত বাসের শ্রমিকরা মহাসড়কে বসে পড়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেয়। তবে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, অধিকাংশ বাস উত্তরাঞ্চলে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরছিল। আটক বাসগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ৫১টি বাস আটক রয়েছে।সাতদিনের সেরা