kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ১৩:৪৭ | পড়া যাবে ১ মিনিটেএস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল ৭টায় এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে কুড়িগ্রামে এস এম সুলতান কমপ্লেক্স চত্বরে কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি, আলোচনাসভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

সকাল সাড়ে ৮টায় শিল্পীর কবরে জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এ সময় এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ সুলতানপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা