kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা বজলুল করিমের ইন্তেকাল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ১৮:১৯ | পড়া যাবে ১ মিনিটেপাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা বজলুল করিমের ইন্তেকাল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বজলুল করিম ফালু ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়ি পাকুন্দিয়া উপজেলার শৈলজানী গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বজলুল করিম ফালু ১৯৮৮ সালে এরশাদ সময়ে এমপি ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা পদে ছিলেন।

আগামীকাল রবি বার সকাল সাড়ে ১০ টায় কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও সদস্য সচিব মো. কামাল উদ্দিন। 

মন্তব্যসাতদিনের সেরা