<p>বিশ্ব হার্ট দিবস ২০২৪ উপলক্ষে 'ওয়াক ফর ইওর হার্ট' ওয়াকাথন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় অনুষ্ঠিত এ ওয়াকাথনটি আয়োজনের মূল লক্ষ্য ছিল সুস্থ হার্টের জন্য শারীরিক পরিশ্রমকে উৎসাহিত করা । ৩ কিলোমিটার ব্যাপী এই পদযাত্রায় চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী, কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।</p> <p>ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের চিফ কার্ডিওলজিস্ট ডা. মোমেনুজ্জামান এই ওয়াকাথনে যোগদানের জন্য সকলের প্রশংসা করেন এবং সুস্থ হার্ট বজায় রাখতে প্রতিদিন হাঁটার গুরুত্ব স্মরণ করিয়ে দেন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির হার্ট ফেইলিউর রোগীর জীবন বাঁচাতে মরণোত্তর হার্ট দান সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে অনুরোধ করেন।</p> <p>কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধে হাঁটার গুরুত্ব সম্পর্কে জনসমাজে সচেতনতা বৃদ্ধি এই ওয়াকাথনের মুল লক্ষ্য ছিল। ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক মালিক তালহা ইসমাইল বারী পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। ইউনাইটেড হসপিটাল লিমিটেড এই ইভেন্টটিকে একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত করার পরিকল্পনা করছে।</p> <p>এই আয়োজনে হাইড্রেশন পয়েন্ট পার্টনার ফ্রেশ এবং সহযোগিতায় ছিল ইনস্পয়ারিং বাংলাদেশ।</p>