<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ‘অসামপ্রদায়িক চেতনা নিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’</p> <p>আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৭তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনাসভায় তিনি এ কথা বলেন।</p> <p>উপাচার্য বলেন, নিজের ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালীর জীবন দর্শন। সত্যের পথে, ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের মধ্যে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা হোক সকলের লক্ষ্য।</p> <p>তিনি বলেন, হাক্কানী আঞ্জুমান শব্দের অর্থই হলো বিদগ্ধ তারকাদের সম্মিলন। আঞ্জুমান দেয়াল করে না, তারা প্রীতির সেতু তৈরি করে।</p> <p>হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে এ প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন হাক্কানী আঞ্জুমান কেন্দ্রীয় কার্যালয় কলকাতার খাদেম, মুন্সী বদিয়ার রহমান, সাগুফতা ইয়াসমীন এমপি, ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রমাদান, ফ্রান্সের রাষ্ট্রদূত মারিয়া মাসদুপে, প্রখ্যাত পরমানু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সাংস্কৃতিক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি স্বামী অদ্বেশানন্দ মহারাজ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কৃতি সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।</p>