<p>দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য মোট ৮ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ভর্তির আবেদন পড়েছে তিন লাখের বেশি।</p> <p>সারা দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত শনিবার বিকেল ৫টায়। প্রতিবারের মতো এ বছরও শিক্ষার্থীদের ভর্তির চাহিদার শীর্ষে রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। এসব প্রতিষ্ঠানে প্রতিটি আসনের জন্য প্রায় পাঁচজন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। </p> <p>অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূণ্য আসনগুলোর বিপরীতে মাত্র এক তৃতীয়াংশ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।</p> <p>মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিযোগ্য ফাঁকা আসন সংখ্যা ছিল সংখ্যা ১১ লাখ ২২ হাজার ৯৪টি। এর মধ্যে সরকারি মাধ্যমিকগুলোতে এক লাখ ১৮ হাজার ১০১টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে পাঁচ লাখ ৬৩ হাজার ১৩ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ৪ দশমিক ৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।</p> <p>অন্যদিকে বেসরকারি মাধ্যমিকে বিভিন্ন শ্রেণিতে ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি ফাঁকা আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯ হন শিক্ষার্থী। ৬ লাখ ৯৩ হাজার ২১৪টি আসনে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি। অর্থাৎ মাত্র এক তৃতীয়াংশ আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির আবেদন জমা পড়েছে।</p> <p>মাউশির উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এখন আবেদনগুলো যাচাই বাছাইয়ের কাজ চলবে। আগামী ২৬ নভেম্বর বেলা ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তি লটারির ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।</p>