<p style="text-align:justify">আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে ব্যাংক। স্বাভাবিক নিয়মে কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করছেন। </p> <p style="text-align:justify">গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকেই ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। </p> <p style="text-align:justify">তিনি বলেন, গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাব।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত। </p> <p style="text-align:justify">এর আগে গত রবিবার (৪ আগস্ট) ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।<br />  </p>