<p>তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।</p> <p>শনিবার (১৯ অক্টোবর) ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি আহ্বান জানান।</p> <p>ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন শেখ হাসিনা নেই। আন্দোলন করা ছাত্র-জনতা অন্তর্বর্তীকালীন সরকার এনেছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।</p> <p>স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে উল্লেখ করে দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে বলে জানান তিনি। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফ্যাসিস্ট হাসিনার ভাতিজা আরেক ফ্যাসিস্ট ও ভোট জালিয়াতি করে হওয়া মেয়র তাপসের দোসরদের দ্রুত অপসারণের দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।</p> <p>বিএনপির এই নেতা বলেন, সাজানো গোছানো ঢাকা শহরকে ধ্বংস করে ফ্যাসিস্ট সরকার বিদেশে পালিয়ে গেছে। তিনি আরো অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্মূল্যায়ন করা হচ্ছে।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।</p> <p>অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি তানভীর আহমেদ রবিন, মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।</p> <p>পরে বিএনপি নেতারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।</p>