<p style="text-align:justify">প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল রবিবারের ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।</p> <p style="text-align:justify">শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ ঘোষণা দেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাখা হয়েছে।</p> <p style="text-align:justify">ডা. জাহিদ জানান, তবে অন্য বিভাগীয় শহরগুলোতে আগের ঘোষণা অনুযায়ী শোভাযাত্রা করবে বিএনপি।</p>