<p style="text-align:justify">বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মিরপুর রূপনগর থানার ৩৯ নম্বর রোডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। </p> <p style="text-align:justify">এতে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাগারে কোনো চিকিৎসা দেয়নি। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল। ওয়ান-ইলেভেন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালিয়েছিল। এর উদ্দেশ্য ছিল, জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করা। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে তাদের সেই চক্রান্ত নস্যাৎ করা হয়েছে।’ </p> <p style="text-align:justify">দোয়া মাহফিলে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।</p>