<p style="text-align: justify;">গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদ তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে যাচ্ছেন। তৃণমূল থেকে মনোনয়ন ফরম নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করেছেন রেজা কিবরিয়া।</p> <p style="text-align: justify;">গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হতে সাফি মাহমুদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তৃণমূল বিএনপি সূত্র জানায়, রবিবার রাতে তাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাফি মাহমুদ।</p> <p style="text-align: justify;">এরপর বুধবার তিনি প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রেজা কিবরিয়ার অংশের আরো কয়েকজন নির্বাচনে যেতে পারেন। দলটির জ্যেষ্ঠ নেতাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।</p>