<p style="text-align: justify;">আল্লাহ মানুষের ভেতর ভালো প্রবণতা যেমন সৃষ্টি করেছেন, তেমনি মন্দ প্রবণতাও সৃষ্টি করেছেন। মন্দ প্রবণতাকে আরবিতে হাওয়া ও শাহওয়াত বলা হয়। বাংলায় যাকে কুপ্রবৃত্তি বা প্রবৃত্তির তাড়না বলা হয়। কুপ্রবৃত্তি নিন্দনীয় ও পরিহারযোগ্য। কেননা কুপ্রবৃত্তির অনুসরণে মানুষের মনুষ্যত্ব লোপ পায় এবং তার ভেতর পশুত্ব প্রবল হয়ে ওঠে।</p> <p style="text-align: justify;"><strong>প্রবৃত্তির পরিচয়</strong></p> <p style="text-align: justify;">হাওয়া বা প্রবৃত্তির সাধারণ অর্থ আবেগ ও প্রবণতা। যা ভালো ও মন্দ উভয় অর্থে ব্যবহৃত হতে পারে। তবে প্রয়োগের দিক থেকে হাওয়া শব্দটি নেতিবাচক অর্থেই বেশি ব্যবহৃত হয়।</p> <p style="text-align: justify;">পরিভাষায় প্রবৃত্তি বলা হয় মানব মনের এমন প্রবণতা, যা তাকে শরিয়ত পরিপন্থী কাজে উদ্বুদ্ধ করে; যে কাজগুলো সুন্নাহ ও সত্যের বিপরীত। এ জন্য বিদআতের অনুসারীদের ‘আহলুল হাওয়া’ বা প্রবৃত্তির অনুসারী বলা হয়। (মাদখালুন ইলা তারশিদিল আমালিল ইসলামী, পৃষ্ঠা-৪৪)</p> <p style="text-align: justify;"><strong>মানুষ প্রবৃত্তি থেকে মুক্ত নয়</strong></p> <p style="text-align: justify;">আল্লাহ মানুষ মাত্রই তার ভেতর মন্দ প্রবণতা ও কুপ্রবৃত্তি রয়েছে। এ জন্য শরিয়ত নিছক কুপ্রবৃত্তির জন্য মানুষকে শাস্তি দেয় না, বরং তার অনুসরণকে নিষিদ্ধ করে।</p> <p style="text-align: justify;">শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘নিছক প্রবৃত্তি ও তা তাড়নার জন্য শাস্তি দেওয়া হয় না, বরং প্রবৃত্তির অনুসরণ ও তার তাড়না অনুযায়ী কাজ করলে শাস্তি হয়। বিপরীতে কেউ প্রবৃত্তি ও তার তাড়নাকে প্রত্যাখ্যান করলে তা ইবাদত বলে গণ্য হয়।’ (তিব্বুল কুলুব, পৃষ্ঠা-২২৩)</p> <p style="text-align: justify;"><strong>প্রবৃত্তির অনুসরণ নিষিদ্ধ</strong></p> <p style="text-align: justify;">পবিত্র কোরআনের একাধিক স্থানে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আর তুমি খেয়ালখুশির অনুসরণ কোরো না, কেননা এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কেননা তারা বিচার দিবসকে বিস্মৃত হয়ে আছে।’ (সুরা : সোয়াদ, আয়াত : ২৬)</p> <p style="text-align: justify;"><strong>প্রবৃত্তি পূজারিদের অনুসরণও নিষিদ্ধ</strong></p> <p style="text-align: justify;">ইসলাম শুধু প্রবৃত্তি পূজা নিষিদ্ধ করেনি, বরং যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের অনুসরণও নিষিদ্ধ করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তুমি তার আনুগত্য কোরো না, যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি। যে তার খেয়ালখুশির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে।’ (সুরা : কাহফ, আয়াত : ২৮)</p> <p style="text-align: justify;"><strong>পথভ্রষ্টদের কাছে প্রবৃত্তি প্রভুসম</strong></p> <p style="text-align: justify;">যারা সুপথ থেকে বঞ্চিত এবং ইসলামের সুশীতল ছায়া থেকে দূরে সরে গেছে তাদের কাছে প্রবৃত্তি ‘প্রভুসম’। কোরআনের ভাষ্যানুসারে এমন লোকেরা সুপথ থেকে বঞ্চিত হয়। পবিত্র কোরআনে এমন লোকদের নিন্দা করে বলা হয়েছে, ‘তুমি কি লক্ষ করেছ তাকে, যে তার খেয়ালখুশিকে নিজ উপাস্য বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনেশুনে তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কান ও হৃদয় মোহর করে দিয়েছেন। আর তার চোখের ওপর রেখেছেন আবরণ।’ (সুরা : জাসিয়া, আয়াত : ২৩)</p> <p style="text-align: justify;"><strong>মানুষ প্রবৃত্তির অনুসরণ কেন করে </strong></p> <p style="text-align: justify;">মানুষ নানাভাবে প্রবৃত্তির প্রতারণায় আক্রান্ত হয়। নিম্নে তার কয়েকটি তুলে ধরা হলো—</p> <p style="text-align: justify;"><strong>১. প্রবৃত্তি মন্দ কাজকে সুশোভিত করে : </strong>মানুষের মন্দ কাজকে সুশোভিত করে উপস্থাপন করে প্রবৃত্তি। ফলে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে। ইরশাদ হয়েছে, ‘কাউকে যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয় এবং সে তাকে উত্তম মনে করে, সে ব্যক্তি কি তার সমান যে সৎকাজ করে?’ (সুরা : ফাতির, আয়াত : ৮)</p> <p style="text-align: justify;"><strong>২. প্রবৃত্তি পূজারিদের সংশ্রব : </strong>যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের সঙ্গও মানুষকে প্রবৃত্তি পূজারি করে তোলে। এ জন্য আবু কিলাবা (রহ.) বলেন, ‘তোমরা প্রবৃত্তি পূজারিদের সঙ্গে চলাফেরা কোরো না। কেননা আমি আশঙ্কা করি, তারা হয়তো তোমাদের তাদের বিভ্রান্তিতে ডুবিয়ে দেবে অথবা তাদের মনোভাব তোমাদের ওপর চাপিয়ে দেবে।’ (আল ইবানাহ, হাদিস : ৩৬৩)</p> <p style="text-align: justify;"><strong>৩. পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া : </strong>পার্থিব জীবনকে যারা প্রাধান্য দেয়, তারা প্রবৃত্তির পূজারি হয়ে ওঠে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং তাতেই পরিতৃপ্ত থাকে আর যারা আমার নিদর্শনাবলি সম্পর্কে উদাসীন, তাদেরই আবাস অগ্নি তাদের কৃতকর্মের জন্য।’ (সুরা : ইউনুস, আয়াত : ৭-৮)</p> <p style="text-align: justify;"><strong>প্রবৃত্তি পূজার ক্ষতি</strong></p> <p style="text-align: justify;">কোরআন ও হাদিসের আলোকে প্রবৃত্তি পূজার কয়েকটি ক্ষতিকর দিক হলো—</p> <p style="text-align: justify;"><strong>১. আসমানি হিদায়াত বঞ্চিত হওয়া :</strong> যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত তারা আসমানি হিদায়াত থেকে বঞ্চিত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অতঃপর সে তাকে বর্জন করে, পরে শয়তান তার পেছনে লাগে আর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়। আমি ইচ্ছা করলে তা দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে এবং তার প্রবৃত্তির অনুসরণ করে।’ (সুরা : আরাফ, আয়াত : ১৭৫-১৭৬)</p> <p style="text-align: justify;"><strong>২. আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হওয়া : </strong>প্রবৃত্তির অনুসরণ মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে। আল্লাহ বলেন, ‘তুমি তার আনুগত্য কোরো না, যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি। যে তার খেয়ালখুশির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে।’ (সুরা : কাহফ, আয়াত : ২৮)</p> <p style="text-align: justify;"><strong>৩. অন্তরের অন্ধত্ব তৈরি হয় :</strong> প্রবৃত্তির অনুসরণ মানুষের অন্তরের অন্ধত্ব তৈরি করে। ফলে সে আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির এবং অন্যের ভালো-মন্দের ধার ধারে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তুমি কি লক্ষ করেছ তাকে, যে তার খেয়ালখুশিকে নিজ উপাস্য বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনেশুনে তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কান ও হৃদয় মোহর করে দিয়েছেন। আর তার চোখের ওপর রেখেছেন আবরণ।’ (সুরা : জাসিয়া, আয়াত : ২৩)</p> <p style="text-align: justify;"><strong>৪. জ্ঞানের উপকার থেকে বঞ্চিত হওয়া :</strong> প্রবৃত্তির পূজা মানুষকে জ্ঞানের কল্যাণ ও উপকারিতা থেকে বঞ্চিত করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে, অতঃপর তোমার কাছ থেকে বের হয়ে যারা জ্ঞানপ্রাপ্ত তাদের বলে, এই সে কি বলল? এদের অন্তর আল্লাহ মোহর করে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে।’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ১৬)</p> <p style="text-align: justify;"><strong>৫. জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়া : </strong>মানুষ অবিরাম প্রবৃত্তির অনুসরণ করলে তার জ্ঞান-বুদ্ধি লোপ পায়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিনটি বিষয় ধ্বংসাত্মক : কৃপণতা যা করা হয়, প্রবৃত্তি যা অনুসরণ, আত্মমুগ্ধতা।’ (মুজামুল আউসাত, হাদিস : ৫৪৫২)</p> <p style="text-align: justify;">হাদিসের গবেষকরা বলেন, প্রবৃত্তির অনুসরণের একটি ক্ষতিকর দিক হলো স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়া।</p> <p style="text-align: justify;"><strong>বেঁচে থাকার পুরস্কার</strong></p> <p style="text-align: justify;">প্রবৃত্তি পূজা থেকে বেঁচে থাকা ইবাদততুল্য এবং এর পুরস্কার জান্নাত। মহান আল্লাহ বলেন, ‘পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার আবাস।’ (সুরা : নাজিয়াত, আয়াত : ৪০-৪১)</p> <p style="text-align: justify;">আল্লাহ সবাইকে প্রবৃত্তি পূজা থেকে বেঁচে থাকার তাওফিক দিন। আমিন।<br />  </p>