<p>বৃষ্টি একদিকে যেমন রহমতের, আবার কিছু কিছু ক্ষেত্রে আজাবও হতে পারে। তাই রাসুল (সা.) বৃষ্টি দেখলে মহান আল্লাহর কাছে উপকারী বৃষ্টি চেয়ে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো-</p> <p style="text-align: center;"><span style="font-size:20px;"><strong>اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا </strong></span></p> <p><strong>উচ্চারণ: </strong>আল্লাহুম্মা সয়্যিবান নাফিআহ। </p> <p><strong>অর্থ: </strong>হে আল্লাহ, তুমি এ বৃষ্টিকে উপকারী করে দাও।</p> <p><strong>হাদিস: </strong>আয়েশা (রা.) বর্ণনা করেছেন, যখন বৃষ্টি হতো তখন রাসুল (সা.) উল্লিখিত দোয়াটি পড়তেন। (নাসায়ি, হাদিস : ১৫২৩)</p> <p><br /> অন্য হাদিসে অতিরিক্ত বৃষ্টিপাতের ক্ষয়-ক্ষতি থেকে পরিত্রাণ চেয়ে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। তা হলো- </p> <p style="text-align: center;"><span style="font-size:20px;"><strong>اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا</strong></span></p> <p><strong>উচ্চারণ: </strong>আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।</p> <p><strong>অর্থ: </strong>হে আল্লাহ, তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো, আমাদের ওপর নয়। </p> <p><strong>হাদিস: </strong>রাসুল (সা.) অতিবৃষ্টিতে উল্লেখিত দোয়াটি করেছিলেন। (নাসায়ি, হাদিস : ১৫২৭) </p>