<p>একজন ‍মুসলিম দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট থাকবে। তাই রাসুল (সা.) সব সময় কল্যাণ লাভের দোয়া শিখিয়েছেন। একটি দোয়া হলো-</p> <p style="margin-bottom: 13px; text-align: center;"><span style="color:#27ae60;"><span style="font-size:20px;"><strong>اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ</strong></span></span></p> <p><strong>উচ্চারণ : </strong>আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।</p> <p><strong>অর্থ : </strong>হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।</p> <p><strong>হাদিস : </strong>আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে এর মধ্যে এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)<br />  </p>