<p>আদালতপাড়ায় সালমান এফ রহমান ও আনিসুল হককে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগস্ট) বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তাদের আদালতে আনা হয়। এ সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানিয়েছে, ১০ দিনের রিমান্ড চাওয়া হবে তাদের।</p> <p>সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।</p> <p>গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সদরঘাট এলাকা থেকে আওয়ামী লীগের এই হেভিওয়েট দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টানা ৩ দিনের ছুটি মিলছে না সরকারি চাকরিজীবীদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/13/1723544784-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টানা ৩ দিনের ছুটি মিলছে না সরকারি চাকরিজীবীদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/13/1414525" target="_blank"> </a></div> </div> <p>বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে গ্রেপ্তার সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।  </p> <p>ডিএমপির নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।</p>