<p>ধর্ষণের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।</p> <p>সোমবার (১ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে ফুয়াদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।</p> <p>আইনজীবী অজি উল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’</p> <p>গত ২৭ জুন ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন করেন সংগঠনটির সাবেক এক নেত্রী। বাদীর অভিযোগ, কক্সবাজারে একসঙ্গে ঘুরতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপর ইচ্ছার বিরুদ্ধে বহুবার তাঁকে ধর্ষণ করা হয়। ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আবেদনটিকে নিয়মিত মামলা (এজাহার) হিসেবে গ্রহণ করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন। এরপর হাইকোর্টে এসে আগাম জামিন চেয়ে আবেদন করেন ছাত্রলীগের সাবেক এ নেতা। </p>