<p style="text-align: justify;">চাঁদপুরে সদর উপজেলায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে তিন বখাটেকে একমাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জুম্মান পাঠান (২৫), সিয়াম (২৩) ও কাউছার (২২)।</p> <p style="text-align: justify;">বুধবার (২৯ মে) এ দণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত। </p> <p style="text-align: justify;">জানা যায়, বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি হাইস্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করতে থাকে বখাটেরা। এ সময় স্থানীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।</p> <p style="text-align: justify;">খবর পেয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত। </p> <p style="text-align: justify;">পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করায় বিচারক তাদের একমাস করে কারাদণ্ডের আদেশ দেন। </p> <p style="text-align: justify;">এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন আলম। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠায় পুলিশ। <br />  </p>