দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’। এই সেবা অধিকাংশ মানুষের কাছে ‘গুগল পে’ নামেই পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডের সঙ্গে গুগল ওয়ালেট সংযুক্ত করে নির্ভরযোগ্য, দ্রুত ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন।