আমাদের কাছে আর্জেন্টিনা বাংলাদেশের যমজ ভাইয়ের মতো

সম্প্রতি বুয়েনস এইরেসে অনুষ্ঠিত লাতিন আমেরিকার সর্ববৃহৎ বইমেলায় আমন্ত্রিত হয়ে ঘুরে এলেন বোর্হেস বিশেষজ্ঞ, কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। ৯ দিনের সফরে তিনি সেখানে বোর্হেসবিষয়ক বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও কথা বলেছেন। তাঁর এই সফর উপলক্ষে ১৪ মে ২০২৩ আর্জেন্টিনার সবচেয়ে পুরনো এবং সর্বাধিক প্রচারিত La Nacion নামের দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে রাজু আলাউদ্দিনের একটি সাক্ষাৎকার। প্রায় ১০০ বছর আগে এই একই পত্রিকায় রবীন্দ্রনাথের বুয়েনস এইরেস সফর উপলক্ষে ১৯২৪ সালের ৭ নভেম্বর প্রকাশিত হয়েছিল তাঁর একটি সাক্ষাৎকার। রাজু আলাউদ্দিন দ্বিতীয় বাঙালি লেখক, যাঁর সাক্ষাৎকার প্রকাশিত হলো মর্যাদাপূর্ণ এই পত্রিকায়। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন লেখক এবং La Nacion পত্রিকার সাহিত্য-সংস্কৃতি বিভাগের প্রধান দানিয়েল হিহেনা (Daniel Gigena)। সাক্ষাৎকারটি স্প্যানিশ থেকে বাংলায় পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন জাহাঙ্গির আলম জুয়েল
শেয়ার
আমাদের কাছে আর্জেন্টিনা বাংলাদেশের যমজ ভাইয়ের মতো
আর্জেন্টিনার সবচেয়ে পুরনো এবং সর্বাধিক প্রচারিত La Nacion নামক দৈনিক পত্রিকায় প্রকাশিত রাজু আলাউদ্দিনের সাক্ষাৎকার

সম্পর্কিত খবর

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

মুছে যায় যত প্রতিবাদী গ্রাফিতি

দীপঙ্কর গৌতম
শেয়ার

নীলযাপনের নকশিকথা

আসিফ নূর
শেয়ার

অজ্ঞাতকুলশীল

মাসুদ খান

সর্বশেষ সংবাদ