কাঠগড়ায় নাটকের মান ও নাম
টিভি নাটকের মান আগেই পড়ে গেছে। এখন পড়েছে নাম। ‘বউয়ের চেয়ে শালী ভালো’, ‘দুই বোনের এক জামাই’, ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’—অরুচিকর এ রকম কাছাকাছি নামের শতাধিক নাটক পাওয়া যাবে ইউটিউবে। ভিউ বাণিজ্যের দাবিতে অনেকে পুরনো ভালো মান ও নামের নাটক নতুন করে অরুচিকর নামে প্রকাশ করেন। এসব নিয়ে বলেছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। শুনেছেন হৃদয় সাহা
সম্পর্কিত খবর