ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

সংজ্ঞা

অন্যান্য
অন্যান্য
শেয়ার
সংজ্ঞা

পদার্থবিজ্ঞান

সংকট কোণ : আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০ ডিগ্রি হয় সে কোণকে সংকট কোণ বলে।

তড়িৎ বিভব : অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জ তড়িেক্ষত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে।

তড়িেক্ষত্র : একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলজুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় থাকে তাকে ঐ বস্তুর তড়িেক্ষত্র বলে।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন : আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে আলোকরশ্মি প্রতিফলিত না হয়ে আবার সেই ঘন মাধ্যমে ফিরে আসে।

এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

তড়িৎ তীব্রতা : অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জ তড়িেক্ষত্রের মধ্যে স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বলে।

 

ওসায়ন

সাবানায়ন : তেল বা চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করে সাবান তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলে।

ব্যাপন : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

মোলার দ্রবণ : স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।

মরিচা : বিশুদ্ধ লোহা, জলীয় বাষ্প ও অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহায় যে অক্সাইড গঠন করে তাকে মরিচা বলে।

ঊর্ধ্বপাতন : যদি কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠাণ্ডা করলে তা সরাসরি কঠিনে রূপান্তরিত হয়, তবে এ প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।

(পরের সংখ্যায় বিজ্ঞানের অন্যান্য বিষয়ের ওপর আরো গুরুত্বপূর্ণ সংজ্ঞা পাবে)

            গ্রন্থনা : জাহিদুল ইসলাম

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ