অনেকের কান চুলকানোর সমস্যা রয়েছে। এটা কোনো সাধারণ চুলকানি নয়। সব সময় কানে একটা আঙুল দিয়েই রাখতে হয়। বিশেষজ্ঞদের মতে, এ অসুবিধা হয় প্রচণ্ড রকমের স্পর্শকাতর নিউরোলজিক্যাল ফাইবারের কারণে।
কান চুলকালে করণীয়
অন্যান্য

অ্যালো ভেরা : কানের প্রচণ্ড চুলকানি সারাতে পারে অ্যালো ভেরা। ঘরের টবেই এই উদ্ভিদ জন্মানো যায়।
আদা : এতে প্রাকৃতিকভাবেই অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান রয়েছে। এটা চুলকানির যন্ত্রণা থেকে মুক্তি দেয়। কানের খুব ভেতরে নয়, বরং বাইরের দিকের লাইনারে আদা বেটে পেস্ট বানিয়ে লাগাতে পারেন। আবার আদার পেস্টের সঙ্গে সামান্য সরিষার তেলও মিশিয়ে নিতে পারেন। এই পেস্ট সরাসরি কর্ণকুহরে যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন।
তেল : কয়েকটি অ্যাসেনশিয়াল ওয়েল রয়েছে যা কানের চুলকানি দূর করে। এর মধ্যে রয়েছে নারকেল তেল, ভেজিটেবল তেল ও অলিভ ওয়েল। একটা চামচে তেল নিয়ে গরম করুন। এর তাপমাত্রা সহনীয় হয়ে এলে ব্যবহার করতে হবে। একটি ড্রপার থাকলে ভালো। মাথা একপাশে কাত করে দুই-তিন ফোঁটা উষ্ণ তেল চুলকানিপূর্ণ কানে ছেড়ে দিন। এক থেকে দুই মিনিট পর মাথা সোজা করুন। কানের বাড়তি তেল বেরিয়ে এলে টিস্যু দিয়ে মুছে ফেলুন।
রসুন : পুরনো আমল থেকেই স্বাস্থ্যের যত্নে নানাভাবে রসুন ব্যবহার হয়ে আসছে। এতে ব্যথানাশক উপাদান রয়েছে। কয়েক কোয়া রসুন ছেঁচে তা হালকা উষ্ণ অলিভ বা সিসেমি ওয়েলে ভিজিয়ে রাখুন। এবার রসুন তুলে ফেলুন এবং তেল কানে নিন। এয়ার ক্যানালে মেখে নিতে হবে। খুব দ্রুত চুলকানি সেরে যাবে।
‘ডক্টর’ ওয়েবসাইট অবলম্বনে সাকিব সিকান্দার
সম্পর্কিত খবর