ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ক্যাশ রেজিস্টারহীন এক সুপারমার্কেট

মোস্তফা তাহমিদ
মোস্তফা তাহমিদ
শেয়ার
ক্যাশ রেজিস্টারহীন এক সুপারমার্কেট

সুপারমার্কেটে থাকবে না কোনো চেক আউট কাউন্টার, দীর্ঘ লাইন, হাতের সব জিনিসপত্র স্ক্যান করে মূল্য পরিশোধের ঝামেলা। শুধু ঢুকে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়লেই চলবে। এই ধারণার সুপারশপ নিয়ে প্রথম কাজ ২০১৮ সালে করেছিল অ্যামাজন, এরপর ওয়ালমার্টও পরীক্ষামূলকভাবে কিছু শাখায় এটি চালু করে। এবার যুক্তরাষ্ট্রের বাইরে দেখা মিলেছে এ প্রযুক্তির, যুক্তরাজ্যের অ্যালডি সুপারশপ চেইন পরীক্ষামূলকভাবে গ্রিনউইচ শাখায় চালু করেছে এ সুবিধা।

প্রথমে ক্রেতাদের ফোনে ইনস্টল করতে হবে ‘অ্যালডি শপ ন গো’ অ্যাপ, সেখানে করতে হবে অ্যাকাউন্ট, যুক্ত করতে হবে ক্রেডিট কার্ড, নিজের ছবি ও অন্যান্য তথ্য। এরপর শুধু দোকানে ঢুকে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়লেই চলবে। ভেতরে বসানো উচ্চক্ষমতার ক্যামেরা সিস্টেম ক্রেতার চেহারা স্ক্যান করে তাঁকে শনাক্ত করবে, তিনি কী কী জিনিস তাক থেকে নামিয়ে বাস্কেটে রাখছেন, সেটা টালি করবে। যদি ক্রেতার বয়স ২৫ বছরের ওপরে হয় তাহলে অ্যালকোহলও তাঁকে কিনতে দেওয়া হবে।

আর বয়স না হলে দোকানের নিরাপত্তাকর্মীকে সে বিষয় অবহিত করবে সিস্টেম। এরপর অ্যাকাউন্টের ক্রেডিট কার্ডে চার্জ করা হবে সর্বমোট বিল।

যুক্তরাজ্যের অন্যতম বড় সুপারশপ চেইন অ্যালডি। তাদের রয়েছে ৯৫০টি শাখা, ৩৮ হাজারেরও বেশি কর্মচারী।

জনগণের জন্য প্রযুক্তিটি উন্মুক্ত করে দেওয়ার আগে নিজেদের মধ্যেই পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের সিস্টেমটি পরীক্ষামূলক অবস্থায় প্রায় নির্ভুলভাবে ক্রেতাদের চিনতে পেরেছে, তাদের কেনাকাটার টালিও করেছে সফলভাবে। প্রতিনিয়তই নতুন তথ্যের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ করা হচ্ছে, ফলে আগামী দিনে ভুলের পরিমাণ আরো কমে আসবে।

অ্যালডির পরিচালকরা আশা করছেন, দ্রুতই তাঁরা আরো কয়েকটি স্থানে এই প্রযুক্তি ব্যবহার শুরু করতে পারবেন।

দীর্ঘ লাইন এবং মানুষের মুখোমুখি হয়ে কাজ করা বর্তমানে হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

চলমান মহামারিতে এ ধরনের প্রযুক্তি দৈনন্দিনের প্রয়োজনীয় বাজার করাকে করতে পারে ঝুঁকিমুক্ত, আবার সুপারমার্কেটের কর্মীদেরও কমবে জীবনের ঝুঁকি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ