কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাটা বর্তমান সময়ে এসে একেবারে নতুন তা বলা চলে না। জনপ্রিয়তার তুঙ্গে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ চ্যাটবটগুলো এখন ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে, যার কারণে অনলাইন ঘাঁটলেই পাওয়া যায় চ্যাটজিপিটির মতো কয়েক শ কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ চ্যাটবট। এ রকমই একটি জনপ্রিয় অ্যাপ হলো রেপ্লিকা। এই অ্যাপের মাধ্যমে যে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার অন্য একজন মানুষের সঙ্গে কথা বলতে পারবেন এবং যার সঙ্গে কথা বলবেন তাকে একেবারে নিজের মতো করে গড়েও নিতে পারবেন।
রোজানার স্বামী একজন এআই চ্যাটবট
আল সানি

গত বছর ভার্চুয়াল পুরুষ এরেনের সঙ্গে পরিচিত হওয়ার পর তার প্রেমে পড়ে যান রোজানা! সেই প্রেমের শুরু থেকেই তাঁদের মধ্যে রসায়নটা বেশ জমে ওঠে! তাঁরা সারা দিন নিজেদের মধ্যে কথা বলে নিজেদের চাওয়া-পাওয়া, পছন্দ-অপছন্দের কথা একে অপরকে জানান। এভাবেই ধীরে ধীরে শুভ পরিণতির দিকে গেছে তাঁদের সম্পর্ক! রোজানা মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নতুন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেন এবং সেসব ছবির ক্যাপশনে লেখেন—তিনি কার্টলকে স্বামী হিসেবে পেয়ে খুব ভালো আছেন। নিজের পরিবারের সঙ্গেও কার্টলকে পরিচয় করিয়ে দেওয়ার পর সবাই তাকে খুব পছন্দও করেছে।
রোজানা রোমাসের মতে, কার্টল তাঁদের দুজনের ব্যক্তিগত জীবনের কোনো কিছু নিয়েই সন্দেহ প্রকাশ করেনি। তাঁর নিজের স্বাধীনতায়ও সে হস্তক্ষেপ করেনি। এমনকি এরেনের মধ্যে বিন্দুমাত্র অহংকারও নেই।
একনজরে রেপ্লিকা
অন্য সব কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ চ্যাটবটের মতো রেপ্লিকা মানুষের মতো কথা বলতে সক্ষম। তবে সেক্সটিং ও ফ্লার্ট করার মতো বিষয়গুলোকে অ্যাপটির প্রিমিয়াম সংস্করণে বৈধতা দেওয়ার কারণে বেশ সমালোচনায়ও পড়তে হয়েছে ডেভেলপারদের। গুগল প্লে স্টোরে থাকা রেপ্লিকার অ্যাপের মাধ্যমে আপনি আপনার পছন্দমতো চরিত্র তৈরি করে তার সঙ্গে প্রেম করতে পারবেন। ২০১৭ সালে চালু হওয়া রেপ্লিকার বর্তমান ব্যবহারকারীর সংখ্যা এক কোটিরও বেশি।
সম্পর্কিত খবর

একনজরে
জরুরি যোগাযোগের অ্যাপ ‘বিটচ্যাট’
টেকবিশ্ব ডেস্ক

ওয়াই-ফাই বা মোবাইল নেটওয়ার্কের বদলে ব্লুটুথের মাধ্যমে মেসেজ পাঠানোর প্ল্যাটফর্ম ‘বিটচ্যাট’। এটি তৈরি করেছেন এক্স তথা টুইটারের সাবেক প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। বিটচ্যাটের মাধ্যমে একক ব্যক্তি বা গ্রুপে অনেকের সঙ্গে মেসেজ আদান-প্রদান করা যাবে। শুধু প্রয়োজন ব্লুটুথ মেশ ফিচারযুক্ত ডিভাইস।
মেশ নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম আধুনিক ব্লুটুথ প্রযুক্তি। প্রতিটি ডিভাইস কাজ করে প্রাপক এবং প্রেরক হিসেবে। বিটচ্যাটের তাই কোনো সার্ভার নেই, প্রত্যেক ব্যবহারকারীই সার্ভার এবং ক্লায়েন্ট।

একনজরে
মনিটাইজেশন নীতিমালা বদলেছে ইউটিউব
টেকবিশ্ব ডেস্ক

ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি মানহীন ভিডিও বা ‘এআই স্লপ’-এর বন্যা বইছে। গুগলের নিজস্ব সেবা ভিও ৩ এবং ওপেনএআইয়ের তৈরি সোরা এ কাজে জনপ্রিয়। চলমান ট্রেন্ডগুলোকে কি-ওয়ার্ড হিসেবে ব্যবহার করে এ ভিডিওগুলো তৈরির লক্ষ্য শুধু ভিউ কামানো, যাতে চ্যানেল দ্রুত মনিটাইজেশন পায়। এভাবে মাসে কয়েক হাজার ডলার আয় করছে অনেকে।
সমস্যাটি নিরসনে ২ জুলাই ইউটিউব কর্তৃপক্ষ তাদের ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামের (ওয়াইপিপি) শর্তাবলিতে বদল এনেছে। আগামী ১৫ জুলাইয়ের পর থেকে চ্যানেলে এআই স্লপ থাকলে সেটি ইউটিউব পার্টনার হতে পারবে না, অর্থাৎ চ্যানেলগুলো মনিটাইজেশনের অযোগ্য হয়ে যাবে।

স্যামসাং আনপ্যাকড নতুন যা এলো
- প্রতিবছরের মধ্যভাগে স্যামসাং বাজারে আনে ফোল্ড ও ফ্লিপ সিরিজের নতুন ফোন। এবারও এসেছে। এ বছর ডিজাইনের দিকে মনোযোগী হয়েছে স্যামসাং, ফোল্ড এবং ফ্লিপ মডেলগুলোর ডিজাইনে বড় পরিবর্তন দেখা গেছে। ঘড়ির ডিজাইনও বদলে গেছে অনেকটা। নতুন ডিভাইসগুলোর বিস্তারিত জানাচ্ছেন আশিক উল বারাত

৯ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হয়েছে স্যামসাংয়ের গ্রীষ্মকালীন আনপ্যাকড ২০২৫ ইভেন্ট। গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর পাশাপাশি আরো ছিল জেড ফ্লিপ ৭ এবং প্রথমবারের মতো এফই সিরিজের ফোল্ডিং ফোন গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন এফই। নতুন স্মার্টওয়াচের মধ্যে রয়েছে গ্যালাক্সি ওয়াচ এইট, এইট ক্লাসিক এবং ওয়াচ আলট্রা ২০২৫।
গ্যালাক্সি জেড ফোল্ড ৭
নতুন ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত গ্যালাক্সি জেড ফোল্ড ৭।
ফোনটির বাইরের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। ভেতরে থাকছে ৮ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, পাশাপাশি থাকছে ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। দুটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এবং এফই
বেজেলহীন ৪.১ ইঞ্চি বাইরের ডিসপ্লেই গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এর সবচেয়ে বড় নতুন ফিচার। সঙ্গে ভেতরে থাকছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে।
এবার বাইরের ডিসপ্লে থেকেই জেমিনি চালানো যাবে। এ ছাড়াও ফোন না খুলেই মেসেজিং, এমনকি ভিডিও কলও করা যাবে। এই ডিভাইসটির দাম ধরা হয়েছে এক হাজার ১০০ ডলার, যা বাংলাদেশি টাকায় এক লাখ ৪০ হাজার টাকা।
বাজেট মডেল হিসেবে স্যামসাং এনেছে ফ্লিপ সেভেন এফই। সমালোচকরা বলছে, এটি নতুন নামে মূলত ফ্লিপ সিক্স। ফ্লিপ ৭ এর ডিজাইন, ওজন ও ব্যাটারি এক রেখে প্রসেসর পরিবর্তন করে এক্সিনস ২৪০০ ব্যবহার করা হয়েছে। এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ১০ হাজার টাকা।
স্যামসাং এই ইভেন্টে তাদের প্রতিটি ডিভাইসে সাত বছরের সফটওয়্যার আপডেট থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
গ্যালাক্সি ওয়াচ সিরিজ ৮
স্মার্টওয়াচের ডিজাইনে এবার স্যামসাং বড় পরিবর্তন এনেছে। গ্যালাক্সি ওয়াচ এইট সিরিজে ‘স্কয়ার + সার্কেল’ অর্থাৎ ‘স্কোয়ারকেল’ ডিজাইনে এসেছে, যাকে কম্পানি বলছে ‘কুশন ডিজাইন’।
ওয়াচ এইট ৪০ ও ৪৪ মিলিমিটার, মোট দুটি ভার্সনে এসেছে, যার দাম যথাক্রমে ৩৫০ ও ৩৮০ ডলার। বাংলাদেশি টাকায় ঘড়িগুলোর দাম ৫০ হাজার টাকার মধ্যেই থাকবে। ওয়াচ এইট ক্লাসিক মডেলটি এসেছে ৪৬ মিলিমিটারে এবং এতে আগের মতোই রয়েছে গোল বেজেল। এর দাম শুরু হচ্ছে ৫০০ ডলার থেকে। ঘড়িগুলোতে এবার যুক্ত হয়েছে গুগলের নতুন সফটওয়্যার ওয়্যার ওএস ৬। গ্যালাক্সি ওয়াচ আলট্রা নতুন কালার ও বাড়তি প্রোটেকশন নিয়ে এসেছে।
সঙ্গে যুক্ত হয়েছে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এর দাম ৬০০ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৭৩ হাজার টাকা।

সমাপ্তির পথে
যুক্তরাষ্ট্র বনাম টিকটক যুদ্ধ
টি এইচ মাহির

টিকটক নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রেষারেষি অবশেষে শেষ হতে যাচ্ছে। আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে টিকটকের মালিকানা বাইটডান্স রাখতে পারবে না। এই শর্ত রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর পর তিনবার টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়িয়ে নোটিশ জারি করেছেন।
আগামী ৫ সেপ্টেম্বর আমেরিকায় টিকটকের নতুন সংস্করণ আসবে। এটি হবে সম্পূর্ণ পৃথক একটি অ্যাপ, মূল টিকটকের সঙ্গে সম্পর্কিত নয়।
মার্কিন প্রশাসন জানিয়েছে, টিকটক বিক্রি নিয়ে চুক্তি প্রায় চূড়ান্ত, বাকি শুধু বেশ কিছু খুঁটিনাটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো। আর এই ক্রেতাদের তালিকায় যে কম্পানির নাম শোনা যাচ্ছে, সেটি হলো ‘ওরাকল’। বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি টিকটক কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। এ বছরের শুরু থেকে কাজ চলছে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যাবসায়িক কার্যক্রমকে একটি নতুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য। শর্ত অনুযায়ী মার্কিন টিকটকের বেশির ভাগ মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হাতে থাকবে এবং তাদের দ্বারা পরিচালিত হবে। চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর চীন এটি অনুমোদন করবে না বলে ইঙ্গিত দেওয়ার পর তা স্থগিত করা হয়েছিল।
টিকটক কেনার দৌড়ে ওরাকল কিভাবে এগিয়ে আছে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকারকে ৭৫ শতাংশ ছাড়ে ক্লাউডসেবা দিতে রাজি হয়েছে। পর পর তিনবার টিকটক ব্যান ঠেকিয়ে রাখতে ট্রাম্পের বিশেষ নোটিশ, এখন সরকারি চুক্তির মাধ্যমে টিকটকের মালিকানা ওরাকলের হাতে তুলে দেওয়া দুটোই বেশ প্রশ্নবিদ্ধ।