পরিধানযোগ্য স্মার্ট গেজেট
স্মার্ট গেজেট বাজারের একটা বড় অংশ দখল করে আছে পরিধানযোগ্য নানান প্রযুক্তিপণ্য। বিভিন্ন ধরনের স্মার্ট ঘড়ি, ফিটনেস ট্র্যাকার ব্র্যান্ড, ব্রেসলেট, স্মার্ট চশমা, জুতা, সানগ্লাস ইত্যাদি। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান ‘গ্রাউডভিউ রিসার্চ’-এর হিসাবে এই পরিধানযোগ্য গেজেটের বৈশ্বিক বাজারের আকার ছয় হাজার কোটি ডলারের বেশি, আর ২০৩০ সাল নাগাদ এই বাজারের প্রবৃদ্ধি হবে প্রায় ১৫ শতাংশ। আরেক গবেষণা প্রতিষ্ঠান ‘আইডিসি’র পরিসংখ্যানে এই খাতের শীর্ষ ব্র্যান্ডগুলো—অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে এবং শাওমি।
দেশের বাজারে এই ক্যাটাগরির প্রায় সব ব্র্যান্ডের পণ্যই পাওয়া যায়। বিভিন্ন ধরনের স্মার্ট ঘড়ি এক হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যবহারকারীরা তাঁদের পছন্দ ও প্রয়োজন মোতাবেক নানান ব্র্যান্ডের হরেক রকম দামের ও নানান ফিচারসমৃদ্ধ এসব ঘড়ি কিনতে পারেন।
বাজেট যখন পাঁচ হাজারের নিচে
এই বাজেট রেঞ্জে দেশের বাজারে ওয়ানপ্লাস, শাওমি, অ্যামাজফিট, ইমিল্যাব, লেনোভোর বিভিন্ন মডেলের স্মার্ট ঘড়ি পাওয়া যায়।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চার হাজার ৭০০ টাকা মূল্যের ‘অ্যামাজফিট বিপ-৩’, দুই হাজার ৩০০ টাকা মূল্যের ‘হেলিও জিএসটি লাইট’, চার হাজার ২০০ টাকা মূল্যের ‘কিসিলেক্ট কেআর কলিং স্মার্ট ওয়াচ’, তিন হাজার ৩৫০ টাকা মূল্যের ‘অ্যামাজফিট ব্যান্ড-৫’ অন্যতম। এই ধরনের ঘড়িগুলো ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়। এর মাধ্যমে সময় দেখার পাশাপাশি স্মার্টফোনের বিভিন্ন নোটিফিকেশন দেখা, কল করা, কল রিসিভ করা যায়। এ ছাড়া এই ঘড়িগুলোতে রয়েছে আরো কিছু স্মার্ট ফিচার। যেমন : হেলথ ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার, অ্যাক্টিভিটি মনিটরের মতো সুবিধাও পাওয়া যায়।
বাজেট যখন পাঁচ থেকে ১৫ হাজার
এই বাজেট সেগমেন্টের দেশের বাজারে অনেক মডেলের স্মার্ট ঘড়ি পাওয়া যায়। এগুলোর মধ্যে ছয় হাজার ৪০০ টাকার রিয়েলমি ব্র্যান্ডের ওয়াচ-২ প্রো, পাঁচ হাজার ৯০০ টাকার মেয়েদের জন্য কিসিলেক্ট ব্র্যান্ডের ‘কিসিলেক্ট লোরা’, পাঁচ হাজার ১০০ টাকা মূল্যের মিব্রো ব্র্যান্ডের টি-১ কলিং স্মার্ট ওয়াচ, ১৩ হাজার টাকা মূল্যের ওয়ানপ্লাস স্মার্ট ওয়াচ এবং ১৫ হাজার টাকা মূল্যের অ্যামাজফিট ব্র্যান্ডের জেপ-ই মডেলের স্মার্ট ওয়াচ।
বাজেট যখন ১৫,০০০+
দেশের বাজারে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু স্মার্ট ওয়াচ পাওয়া যায় যেগুলোর দাম তুলনামূলক বেশি। এগুলোর মধ্যে টেক জায়ান্ট অ্যাপল ও স্যামসাংয়ের কিছু মডেলের স্মার্ট ওয়াচ ও বিশ্বখ্যাত পরিধানযোগ্য ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিটের বেশ কিছু ফিটনেস ট্র্যাকার ব্র্যান্ড রয়েছে।
বর্তমানে অ্যাপলের ওয়াচ সিরিজ মডেল আল্ট্রা চলছে, যার বাজারমূল্য প্রায় ৯৫ হাজার টাকা। এ ছাড়া ৪৭ হাজার টাকা মূল্যের ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৮’, ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ‘এসই ২০২২’, ৪২ হাজার টাকা মূল্যের ‘সিরিজ ৭’, ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের ‘ও সিরিজ ৬’ বাজারে পাওয়া যাচ্ছে। স্যামসাং ব্র্যান্ডের ‘গ্যালাক্সি ওয়াচ ৩ ও ৪’ পাওয়া যাবে যথাক্রমে ৩০ হাজার এবং ৪১ হাজার ৫০০ টাকায়।
এ ছাড়া টেক জায়ান্ট গুগলের স্মার্ট ঘড়ি পিক্সেল ওয়াচ পাওয়া যায় ৪৮ হাজার টাকায়।
অডিও পণ্য
দেশের বাজারে সংগীতপ্রেমীদের মধ্যে বিশেষত অডিও গেজেটের চাহিদা অনেক। ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ও বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে নানা মডেলের অডিও গেজেট বিপণন করছে। মোটা দাগে তিন ক্যাটাগরির অডিও গেজেট দেশের বাজারে জনপ্রিয়—তারযুক্ত ইয়ারফোন ও হেডফোন, তারবিহীন বিভিন্ন ক্যাটাগরির ইয়ারফোন ও ট্রুথওয়্যারলেস (এয়ারপড) জাতীয় গেজেট। এগুলোর মধ্যে ট্রুথওয়্যারলেস (টিডাব্লিউ) জাতীয় পণ্যের চাহিদা বেশি। এই ক্যাটাগরিতে অ্যাপল ব্র্যান্ডের হালনাগাদ মডেল এয়ারপড প্রোর (দ্বিতীয় প্রজন্মের) দাম প্রায় ৩০ হাজার টাকা। এ ছাড়া এই ক্যাটাগরিতে এক হাজার ৫০০ টাকা থেকে শুরু করে শাওমি, রিয়েলমি, লেনোভো ও কিউসিওয়াই ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে ১৩০০ টাকা মূল্যের ‘লেনোভো লাইভ পড’, ৩০০০ টাকা মূল্যের ‘রিয়েলমি এয়ার ৩ নিও’, ১১ হাজার টাকা মূল্যের ‘ওয়ানপ্লাস প্রো’ ইত্যাদি।
এগুলো ছাড়া নেক ব্র্যান্ডজাতীয়ও ইয়ারফোন পাওয়া যায় ন্যূনতম এক হাজার টাকা থেকে শুরু করে।
স্মার্ট হোম
আমাদের নিত্য জীবনযাপনকে সহজ করছে হরেক রকম স্মার্ট হোম পণ্য। এগুলোর মধ্যে রয়েছে নানা ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স অন্যতম। গৃহস্থালি ব্যবহার্য অনেক পণ্য যেমন : রাইস কুকার, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার ইত্যাদিতে এখন অনেক স্মার্ট ফিচার জুড়ে দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো, যার মাধ্যমে এগুলোকে স্মার্টফোনের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণের মতো সুযোগও রাখা হচ্ছে। এ ছাড়া স্মার্ট হোম কন্ট্রোলারজাতীয় প্রযুক্তির মাধ্যমে বাড়ির লাইট, ফ্যানসহ অন্য সব ইলেকট্রনিক পণ্যকে নিয়ন্ত্রণ করা যায়।
এগুলোর পাশাপাশি বাজারে নানান ধরনের এয়ার পিউরিফারার ও ঘরবাড়ি পরিষ্কার করার জন্য রোবটিক ক্লিনারজাতীয় পণ্যেরও চাহিদা রয়েছে বাজারে।
দেশের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের এয়ার পিউরিফায়ার পাওয়া যায় ১৭ হাজার টাকায়, স্যামসাং ব্র্যান্ডের পিউরিফায়ারগুলো ২৫-৪৭ হাজার টাকার মধ্যে আর শাওমি ব্র্যান্ডের পিউরিফায়ারের মূল্য ১৫-২৫ হাজার টাকার মধ্যে।
স্মার্ট টিভি
টেলিভিশনের ধারণাই যেন পাল্টে গিয়েছে বিগত কয়েক বছরে! সাধারণ টেলিভিশনের জায়গা দখল করে বাড়িতে বাড়িতে স্মার্ট টিভির জয়জয়কার। বাজারে এখন হরেক রকম ফিচারসমৃদ্ধ স্মার্ট টেলিভিশন পাওয়া যায়, যেগুলোতে সাধারণ টেলিভিশনের সুবিধার পাশাপাশি নানা অনলাইন প্ল্যাটফরম (ওটিটি) স্ট্রিম, ইন্টারনেট ব্যবহারসহ আরো অনেক সুবিধা মেলে। দেশের বাজারে সনি, স্যামসাং, ওয়ালটন, শাওমি ইত্যাদি ব্র্যান্ড নানা ধরনের স্মার্ট টিভি বাজারজাত করছে।
দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের বিভিন্ন মডেলের স্মার্ট ফিচারসমৃদ্ধ টিভি ২৬ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা দামের পর্যন্ত রয়েছে। শাওমি ব্র্যান্ডের ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি ডিসপ্লের কয়েকটি মডেলের টিভি পাওয়া যায়, যেগুলোর দাম ২৪-৬৫ হাজার টাকা, সনি ব্রাভিয়া সিরিজের স্মার্ট টিভি পাওয়া যায় ৪৫ হাজার থেকে শুরু করে আট লাখ টাকার মধ্যে।