অবৈধ পার্কিংয়ে থাকা গাড়ি সরাবে রোবট
চাকাওয়ালা ভেলেট রোবট পুরো একটি গাড়ি উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। অবৈধভাবে পার্ক করা গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে নিতে চীনের পুলিশ এটির ব্যবহার শুরু করেছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুলিশই এটি নিয়ন্ত্রণ করতে পারে। গাড়ি তোলার সময় গাড়ির কোনো ক্ষতিও হয় না।