সোয়েটারে উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়ালপেপার
শূন্য দশকের শুরুতে দুনিয়া-কাঁপানো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের ওয়ালপেপারের কথা কি মনে আছে? নীল আকাশের মাঝে তুলার মতো সাদা মেঘ আর সবুজ পাহাড়ের ছবিটি ১৯৯৬ সালে তোলা। ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টিতে ছবিটি তোলেন ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোগ্রাফার চার্লস ওরিয়ার। ২০০০ সালে ছবিটি কিনে নেয় মাইক্রোসফট। বিখ্যাত এই ছবি দিয়ে সোয়েটার তৈরি করেছে মাইক্রোসফট।