গাজার মানুষ কোন পরিস্থিতিতে রয়েছে তা জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার ও সাংবাদিকরা। পশ্চিমা মিডিয়ার পক্ষপাতিত্বের কারণে ফিলিস্তিনের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী কম্পানি সোশ্যাল ব্লেডের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে ফিলিস্তিনি সাংবাদিক প্লেস্তিয়া আলাকাদের অনুসারীর সংখ্যা বেড়েছে ২১ লাখ। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আবোরজেলার অনুসারী বেড়েছে দুই লাখ ৩০ হাজার।