মাইক্রোসফটের এআই গবেষকরা ভুলবশত ৩৮ টেরাবাইট গোপনীয় তথ্য উন্মুক্ত করে দেওয়ার খবর সামনে এনেছে ক্লাউড সিকিউরিটি কম্পানি উইজ। মাইক্রোসফটের দুই কর্মীর কম্পিউটারের সব ডাটা ছিল সেখানে। এসব ডাটার মধ্যে রয়েছে মাইক্রোসফট সেবার পাসওয়ার্ড, কি এবং ৩৫০ মাইক্রোসফটকর্মীর ৩০ হাজার মাইক্রোসফট টিমস মেসেজ।
মাইক্রোসফটের এআই টিম গিটহাব রেপোসিটরিতে (ভাণ্ডার) ওপেন সোর্স কোড ও ইমেজ রিকগনিশনের জন্য এআই মডেল আপলোড করে।