এআই দিয়ে তৈরি হলো ভিন্ন ফ্লেভারের কোকা-কোলা
এআইয়ের কাজ যে শুধু লেখালেখি ও ছবি তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তার প্রমাণ এই কোকা-কোলা। সীমিত সময়ের জন্য বাজারে আসা জিরো সুগার কোকা-কোলার ক্যানটির নাম ওয়াই৩০০০। কোকা-কোলা কম্পানি একে বলছে ভবিষ্যৎ থেকে আসা সোডা। গবেষকরা প্রথমে ভোক্তাদের কাছ থেকে পছন্দের ফ্লেভার জেনে নিয়েছেন।