চাঁদে চলবে টয়োটার রোভার
চাঁদেও চলবে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা কম্পানি টয়োটার গাড়ি। পুনরুৎপাদনশীল জ্বালানি ব্যবহার করবে এই লুনার ক্রুজার। সৌরশক্তি ব্যবহার করে ইলেকট্রোলিসিসের সহায়তায় পানি ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করে সংরক্ষণ করবে এবং রাতের বেলা জ্বালানি হিসেবে ব্যবহার করবে। চলতি দশকের শেষে এটি চাঁদে পাঠাতে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) সঙ্গে চুক্তি করেছে টয়োটা।