নরওয়েতে ড্রোন ডেলিভারি চালু
নরওয়ের ড্রোন লজিস্টিকস কম্পানি এভিয়েন্ট ড্রোনের মাধ্যমে চালু করেছে হোম ডেলিভারি সেবা ‘কাইট’। বরফে ঢাকা দেশটির জনমানবহীন এলাকায় খাবার, বাজারসদাই ও ওষুধ নিয়ে যাবে এই ড্রোন। একবারে ৩০ কিলোমিটার পাড়ি দিতে পারবে এটি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) তিন শিক্ষার্থী মিলে ২০২০ সালে এই এভিয়েন্ট কম্পানি খোলেন।